Punctuation
Punctuation |
Punctuation হলো একটানা কথা বলতে বলতে আমরা মাঝে মাঝে থেমে যাই, দম নিয়ে থাকি। ঠিক তেমনি কোন কিছহু পড়ার সময় আমাদের মাঝে মাঝে থামতে হয় বা break নিতে হয়। বাক্যের অর্থ সুস্পষ্ট ভাবে বোঝার জন্য বাক্যের কথায় কতটুকু থামতে হবে তার কিছু নিয়ম আছে এবং কতগুলো সাংকেতিক চিহ্নর সাহায্যে নিয়মগুলো প্রকাশ করা হয়। এই সাংকেতিক চিহ্ন গুলো কে punctuation বা punctuation marks বলা হয়।
এই punctuation mark গুলো সঠিক জাগায় সঠিকভাবে ব্যাবহার না হলে বাক্যের অর্থ বা ভাব সঠিক ভাবে বঝা যাবে না। ইংরেজিতে ব্যবহৃত প্রধান punctuation mark গুলো নিম্নরুপঃ
1. Full Stop [.]
2. Comma [,]
3. Semi- Colon [;]
4. Colon [:]
5. Question Mark [?]
6. Exclamation Mark [!]
7. Quotation Mark ['' '']
8. Apostrophe [‘]
9. Hyphen [-]
10. Dash [—]
11. Brackets [ () ]
Use of Full Stop- [.]
Full Stop দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি বঝায়।
সম্পূর্ণ বিরতি বোঝানোর জন্য। Assertive, Imperative এবং Optative এর শেষে।
E.g. The girl lives on Elm Street
The door was closed
সংক্ষিপ্ত বা Abbreviated word ও শব্দের পর বসেঃ
E.g. B.A. M.A U.S.A Dr. (Doctor)
Comma (,)
Comma স্বল্প বিরতি নির্দেশ করে। সাধারণতঃ এক (১) গণনা করতে যে সময় লাগে, Comma ’র বিরতি কাল ততটুকু। বক্তার বক্তব্য সুষ্পষ্ট করতে Comma বিশেষ ভূমিকা পালন করে। সঠিক স্থানে Comma ব্যবহার না করলে অর্থের তারতম্য ঘটে। এমনকি বক্তব্যের উদ্দেশ্য ব্যহত হয়। যেমন- এখানে থাকবেন না, থাকলে বিপদ হবে। এখানে থাকবেন, না থাকলে বিপদ হবে। নিচে উল্লেখিত ক্ষেত্রে Comma বসে-
i) দুইয়ের অধিক সমজাতীয় word, phrase বা Clause পাশাপাশি ব্যবহূত হলে প্রত্যেকটির পর Comma (,) বসে এবং শেষ শব্দের পূর্বে and বসে।
Raju, Robin, Habib and Tushar are going to school.
There are trees, bushes and flowers in the garden.
He lost land, money, reputation and friends.
What is wrong, Asad ?
Note: and এর আগে Comma বসে না।
ii) However, Moreever, therefore, As a result, Consequently, On the other hand, In the same time, Yet, Still, Otherwise, So, ইত্যাদি Adverb গুলোর পর Comma বসে।
So, he is a good person. However, he is a nice man.
On the other hand, Rahul is a thief.
After all, he is happy.
উপর্যুক্ত Adverb গুলোর বাক্যের মাঝে ব্যবহূত হলে এদের আগে ও পরে Comma বসে।
He, however, is a nice man. He is, therefore, happy here.
I, therefore, pray and hope that you would be kind enough to grant me 5 days’ leave of absence in advance.
iii) বাক্যের প্রথমে Adverial clause থাকলে তারপরে comma বসে।
If you work hard, you will pass in the exam.
Because of his honesty, he was praised by all.
iv) একই Word and দ্বারা যুক্ত না করে পুনরুক্ত করতে চাইলে প্রথমে comma বসাতে হয়।
What is lost, lost it will never come back.
v) Absolute phrase বা clause কে আলাদা রাখার জন্য উভয় পাশে comma ব্যবহূত হয়।
This boy, to be truthful, is an honest boy.
vi) Nominative Absolute ’র পর—
The sun having set, we reached home.
vii) একাধিক noun/adjective clause করতে-
I do not know where he is, when he will come and what his condition is.
viii) Reporting verb’র পর/Direct Speech-এর আগে Comma বসে।
He says, ''I am ill.''
ix) তারিখ ও সন/সাল পাশাপাশি থাকলে তারিখের পর কমা (,) বসে ।
Mamun was born on January 25, 2002.
September 30, 2012
Use of Question Mark [?]
কোন sentence এ যদি প্রশ্ন বঝানো হয় তাহলে সেই বাক্যের শেষে Question Mark বসবে।
E.g. When are you leaving?
Use of Exclamation [!]
বিস্ময় বা আশ্চর্য প্রকাশ করার জন্য Exclamation mark ব্যবহার করা হয়।
E.g. Alas ! I am free.
Use of Quotation Mark ['' '']
1. বক্তার কোন উক্তিকে অবিকল প্রকাশ করার জন্য।
E.g. Shefali said, '' I will have to go home early today.''
2. কোন নাম বা শব্দ উদ্বৃত করতে।
E.g. ''Jane Eyre'' is a famous novel by Charlotte Bronte.
Use of Hyphen [-]
যৌগিক শব্দের অংশগুলো যোগ করতে Hyphen ব্যবহৃত হয়।
E.g. Barrister-in-law
Use of Dash [—]
চিন্তায় বা ভাব এ আকস্মিক পরিবর্তন বুঝাতে Dash বসে।
E.g. He sold many things — land, furniture.
Use of Brackets [ () ]
কোন কিছু sentence এর মাঝে sentence এর ধারা অপরিবর্তিত রেখে ব্যাখ্যা দিতে Bracket ব্যবহার হয়।
E.g. I have lost all ( I had twenty thousand taka with me)
Use of Apostrophe [‘]
1. Noun সমূহের Possesive case গঠন করতে apostrophe ব্যবহৃত হয়।
E.g. This is Shameem’s book.
2. সময় উল্লেখ করতে apostrophe ব্যবহার করতে হয়।
E.g. It is 4’o clock.
3. Contraction বা শব্দ সংক্ষেপণ apostrophe এবং দুটি শব্দ কে যুক্ত করতে apostrophe ব্যবহৃত হয়।
E.g. Don’t touch the wet paint.
Use of Capital letters
1. প্রত্যেক sentence এর প্রথম word টি দিয়ে শুরু হয়।
The rich are not always happy.
2. ইংরেজি কবিতার প্রতি লাইন এর প্রথম অক্ষর Capital letter হয়।
The music in my heart I bore.
3. Proper noun এব Proper Adjective এর প্রথম letter টি Capital হয়।
I met Aslam yesterday. He likes Chinese dishes.
4. বার, মাস, পর্ব, ও বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম letter টি capital হয়।
My father came home on Monday last.
The Battle of Palassey took place in 1757 A.D.
5. Pronoun ''I'' এবং Interjection সর্বদাই Capital letter হয়।
If he wants, I shall help him.
Alexander, the great, invaded India.
6. উপাধি বা তার Abbreviation সব সময় Capital letter দিয়ে লিখতে হয়।
B.A.
7. Quotation এর প্রথম letter capital হয়।
Shima said, '' Don’t touch the paintings.''
8. চিঠি পত্রের সম্বোধন করতে capital letter ব্যবহৃত হয়।
My dear Father , Dear Sir.
9. পুস্তক বা পুস্তিকার নামের প্রথম letter capital হয়।
The Quran
10. শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সমিতি ও দলের নামের প্রত্যেক word এর প্রথম letter capital হয়।
Dhanmondi Girls School.
11. বিষয়সমূহের প্রথম অক্ষর Capital হয়।
English, French.
12. যানবাহন বা বিখ্যাত স্তানের নামের প্রথম অক্ষর Capital হয়।
The Eiffel Tower
13. জাতি, ধর্ম, সম্প্রদায়ের নামের প্রথম অক্ষর Capital letter হয়।
The Muslim, the Christian, the Sunni